প্রকাশিত: ১৭/০৯/২০১৯ ৮:৫১ এএম

নিজস্ব প্রতিবেদক ::
উখিয়ায় কুতুপালং মধুরছড়া ক্যাম্প পুলিশ রোববার গভীর রাতে অপহরনকারী রোহিঙ্গা ইমাম হোসেনের বাড়ি হতে হাত পা বাধাঁ অবস্থায় অপহরীত রোহিঙ্গা আইয়ুব আলী (৪৫) কে উদ্ধার করেছে। সে কুতুপালং ক্যাম্পের ৬নং ব্লকের হোসেন আলীর ছেলে। এ সময় পুলিশ অপহরনকারী বালুখালী ক্যাম্পের আমির উদ্দিন (৬০) ওমর মিয়া (৫০), মো: আইয়ুব (৩৫) ও মো: আরব (৩০)সহ ৪জন রোহিঙ্গাকে আটক করে উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্ত করেছে। উখিয়া থানার উপ-পরিদর্শক মোরশেদ আলম জানান, অপহরিত আইয়ুব আলীর নিকট থেকে অপহরনকারীরা ১লক্ষ ২০ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করে গত ১৫ই সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাড়ি যাওয়ার সময় আইয়ুব আলীকে অভিনব কায়দায় অস্ত্রের মুখে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে অপহরনকারীরা তাকে নির্যাতন করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপন দাবী করেন। ক্যাম্প পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আইয়ুব আলীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে উখিয়া থানার উপ-অফিসার ইনচার্জ আবুল মনসুর জানিয়েছেন। এ ব্যাপারে আইয়ুব আলী বাদী হয়ে একটি অপহরন মামলা দায়ের করেছেন।

পাঠকের মতামত

আজ পহেলা বৈশাখ

আজ রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ ...

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত রুমা,রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন। ...

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ...