এস.আজাদ,উখিয়া ::
উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী পালং র্আদশ উচ্চ বিদ্যালয়ে ৭০ বছর পূতি উদযাপনে প্রাক্তন ছাত্র এক মিলন মেলা শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে দীর্ঘ ৭০পূর্বের হারিয়ে যাওয়া বন্ধুদের আবার কাছে পেয়ে অনেকে আত্মহারা হতে দেখা গেছে। বয়সে বৃদ্ধ মনে হলেও তাদের মাঝে সেই অনুভূতি ছিলনা, বরণ মনে হয়েছে তারা সবাই এখনো পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যায়তরত ছাত্র।
উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিলন মেলা, আলোচনা সভা এবং স্মৃতি চারণ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন পালং আর্দশ উচ্চ বিদ্যালয়েরর শিক্ষার্থী তোফাইল আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ককসবাজার জেলা পরিষদ চেয়ারম্যান খানঁ বাহাদুর মোসতাক আহাম্মদ, ককসবাজার উন্নয়ন কতৃপক্ষ চেয়ারম্যান লেঃ কর্নেল(অবঃ) ফোরকান আহমদ, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাবেক প্রধান পরমানু শক্তি কমিশন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহাম্মদ মীর কাশেম, চট্টগ্রাাম বিশ্ব বিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড.এখলাসুল কবির ,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডঃ একে আহমদ হোসেন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.মোকতার আহমদ, উখিয়া উপজেলা নির্বাহী র্কমকর্তা মো: মাঈন উদ্দিন, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেত্রী কানিস ফাতেমা, ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ।
প্রাক্তন শিক্ষার্থীর মধ্যে শৈশব কালের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, অধ্যাপক আকতার চৌধুরী, মোহাম্মদ আলী, আবুল মনসুর চৌধুরী, সাজেদা ইয়াছমিন, ডা: শংকর বড়ুয়া, এড.অনিল বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক মাহামুদুল হক চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন আদিল উদ্দিন চৌধুরী। পুরো অনুষ্টান পরিচালনা করেন মাষ্টার কামাল উদ্দিন। এর আগে সকালে র্যালী, খতমে কোরআন , কবর জিয়ারত করা হয়। এবং আলোচনা সভা শেষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।