উখিয়া নিউজ ডটকম::
টেকনাফের হোয়াইক্যং কেরুনতলীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। চালক পালিয়ে যেতে সক্ষম হলেও বিক্ষুদ্ধ জনতা ডাম্পারটি আটক করেছে। শনিবার ১৫ জুলাই দুপুরে এঘটনা ঘটে। সংঘর্ষে মোটর সাইকেলটি ভেঙ্গে চুরমার হয়ে যায়।
জানা যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী নামক স্থানে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কে টেকনাফগামী ডাম্পারের সাথে মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক হোয়াইক্যং কাটাখালী রওজতুন্নবী (সাঃ) দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর নিয়মিত ছাত্র মোহাম্মদ সেলিম (১৭) ঘটনাস্থলে মারা যান।
নিহত মোহাম্মদ সেলিম উখিয়া উপজেলার পালংখালী রশিদ সওদাগরের ছেলে বলে জানা গেছে। এঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল আরোহী অপর ১ জনকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-ঠিকানা পাওয়া যায়নি। নিহত মোহাম্মদ সেলিম হোয়াইক্যং কাটাখালী রওজতুন্নবী (সাঃ) দাখিল মাদ্রাসার ছাত্র কেবিনেটের বর্তমান সভাপতি বলে জানা গেছে।