বার্তা পরিবেশক::
সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি হওয়ায় কক্সবাজার সরকারি কলেজের সম্মানিত পদোন্নতিপ্রাপ্ত উখিয়ার দুই কর্মকতাকে উখিয়ার প্রথম অনলাইন নিউজ পোর্টাল উখিয়া নিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
পদোন্নতি প্রাপ্তরা হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের খয়রাতিপাড়া এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের কনিষ্ট সন্ত্বান ২২তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা পদার্থবিদ্যা বিভাগের মফিদুল আলম এবং উখিয়া রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকার মাষ্টার পরিবারের মাষ্টার শাহাজাহান এর কনিষ্ঠ সন্ত্বান মুহাম্মদ উল্লাহ।পদোন্নতির পূর্বে উভয়েই কক্সবাজার সরকারি কলেজে নিজ নিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।।