এম বশর চৌধুরী, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার চেপটখালীতে নেজাম উদ্দিনের নেতৃত্বে গঠিত ৯ সদস্যের চোর সিন্ডিকেটের কারনে অতিষ্ট হয়ে নির্ঘুমে রাত কাটাচ্ছে হাজার হাজার মানুষ। উক্ত চোরের দল প্রায় প্রতিরাতে পালা করে বিভিন্ন বসত বাড়ী ও দোকানে চুরি সংঘটিত করে সাধারন মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। নেশার টাকা জোগাড় করার জন্য তারা চুরি, ছিনতাই এমনকি ডাকাতির ন্যায় ঘটনা সংগঠিত করে এলাকার আইন শৃংখলার মারাত্মক অবনতি সৃষ্টি করছে। এমন অভিযোগ এলাকার ইউপি সদস্য সহ শত শত মানুষের। এদিকে সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের অত্যচারে অতিষ্ট হয়ে ভুক্তভোগীদের পক্ষে চেপটখালী গ্রামের মৃত মোঃ আলীর ছেলে নুর নবী (৬৫) ২৬ নভেম্বর (রবিবার) উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ সময় উখিয়া থানার সেকেন্ড অফিসার খাঁজা মোঃ মাঈন উদ্দিন তদন্ত পূর্বক চোরদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অভিযোগে প্রকাশ, চেপটখালী গ্রামের রফিক সিকদারের ছেলে নেজাম উদ্দিন (৩২) তার সহযোগী একই গ্রামের ছালামত উল্যাহর ছেলে মোঃ আনোয়ার (২৩), আব্দুল হকের ছেলে ছলিম উল¬্যাহ (৩০), জালাল আহমদের ছেলে টনইডুয়া (২৩), নুর আহমদের ছেলে গিয়াস উদ্দিন (৩২), গোরা মিয়ার ছেলে আমান উল্য¬াহ প্রঃ চিকন আলী (৩৬), আবুত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৬), নুর নবীর ছেলে ফরিদ আলম (৩১) সহ কিছু রোহিঙ্গা সন্ত্রাসী নিয়ে দীর্ঘ দিন যাবৎ এলাকার চুরি, ছিনতাই সহ নানা অপরাধ জনক কাজ করে আসছেন। স্থানীয় এলাকাবাসীদের মধ্যে মোঃ নুরুন্নবী (৬৫), রাজা মিয়া (৭০) মোঃ ইছমাইল (৭৫), মোজাফ্ফর আহমদ (৫৭) জানান, সংঘবদ্ধ চোরেরা বিভিন্ন সময়ে তাহাদের বসত বাড়ী ও বাগান ভিটা হইতে সুপারী, টম টম গাড়ীর ব্যাটারী সহ তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় মেম্বার মোঃ মুছা ও মোজাম্মেল এর নিকট সালিশ দিলে চোরের দল তাদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছেন। এ দিকে এলাকাবাসী সংঘবদ্ধ চোরদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য পুলিশ সুপার সহ আইন প্রয়োগকারী সংস্থার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।