ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/১১/২০২৪ ৭:৪১ এএম

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীরা পালানোর সময় ফেলে যাওয়া হ্যান্ডগ্রেনেড এবং দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে এপিবিএন পুলিশ।

সোমবার বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর।
তবে দূর্বত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এডিআইজি আমির জাফর বলেন, বিকালে উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অপরাধ সংঘটনের উদ্দ্যেশে আরসা’র কতিপয় দূর্বৃত্ত সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দূর্বৃত্তদের ফেলে যাওয়া ১ টি হ্যান্ডগ্রেনেড, ১ টি দেশিয় তৈরী বন্দুক ও ১ টি চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রগুলো উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এপিবিএন এর কর্মকর্তা।
এর আগে গত ৯ নভেম্বর যৌথ বাহিনীর অভিযানে ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৪ টি একই ধরণের গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...