উখিয়ার মানুষের কণ্ঠস্বরকে বিশ্বদরবারে তুলে ধরার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল উখিয়া নিউজ ডটকম। পথচলার সেই দিন থেকে আজ ১৫ বছর-এ যেন এক সংগ্রামী অথচ অনন্য গৌরবময় ইতিহাস।
১৫ বছরের এই দীর্ঘ সময়ে উখিয়া নিউজ ডটকম শুধু সংবাদপত্রের সীমায় আবদ্ধ থাকেনি; এটি হয়ে উঠেছে সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতার জায়গা। সমাজের অসঙ্গতি, দুর্নীতি, অন্যায় তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও উন্নয়ন কর্মকাণ্ডকে জায়গা দিয়েছে প্রতিদিনের সংবাদে।
অনলাইন সাংবাদিকতার বিকাশে উখিয়া নিউজ ডটকম ছিল পথিকৃৎ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এটি আজ উখিয়া তথা কক্সবাজার জেলায় একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ করে স্থানীয় সংবাদ কাভারেজে যে আন্তরিকতা, তা পাঠকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
এ উপলক্ষে দেশের সর্ববৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিম আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। টিম প্রধান ওমর ফারুক এক বার্তায় বলেন,
"উখিয়া নিউজ ডটকম আমাদের সমাজের দর্পণ। তাদের ১৫ বছরের নিরলস পথচলা সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিডি ক্লিন উখিয়া টিমের পক্ষ থেকে আমরা তাদের আগামী দিনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।"
গণমাধ্যমের এ অবিচল পথচলা উখিয়ার মানুষের সচেতনতা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আগামী দিনে উখিয়া নিউজ ডটকম আরও শক্তিশালী হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখবে-এমন প্রত্যাশা রইল সবার।
শুভকামনায়,
দেশের সর্বোবৃহত্তম স্বেচ্ছাসেবক টিম "বিডি ক্লিন"
উখিয়া টিমের সম্মানিত প্রতিনিধির প্রধান
ওমর ফারুক।