ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন থেকে বিএনপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন জমা দিয়েছেন।
জাতীয় সংসদের সাবেক এই হুইপ বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করেন। হলফনামায় তিনি বাড়ি ভাড়া বাবদ ৬ লাখ ৯ হাজার ৬ শত টাকা, কৃষি খাত থেকে ১ লাখ ১২ হাজার টাকা এবং মৎস্য খাত থেকে আয় দেখিয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা।
শাহজাহান চৌধুরী’র স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। এসব সম্পদের মধ্যে রয়েছে ১৫ একর কৃষি জমি, ০.৫২ একরের অকৃষি জমি, সরকার থেকে লীজ প্রাপ্ত ২০.৬৬ একর জমি, ১ বাড়ি ও ডেভলপার থেকে প্রাপ্ত ২.৫ টি ফ্ল্যাট।
১ লাখ ১৫ হাজার টাকা নগদ অর্থের সাথে ব্যাংকে শাহজাহান চৌধুরীর আমানত আছে ২৪ লাখ ১৯ হাজার ৩ শত ১১ টাকা ৭৯ পয়সা। এছাড়াও অস্থাবর সম্পদ হিসেবে তিনি ১ টি শর্টগান, ১ টি রিভলভার, ১ টি প্রোটন জীপ গাড়ি ও ১০ ভরি স্বর্ণের মালিক এবং এসবের বর্তমান মূল্য দেখিয়েছেন ৯০ লাখ টাকা। শাহজাহান চৌধুরী’র কোন ঋণ বা দায় নেই এবং শিক্ষাগত যোগ্যতা বিএ (অনার্স)।
আগামী ৩ জানুয়ারি দুপুর ১২ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কক্সবাজার-৪ আসনে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই আসনে জামায়াতের জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী সহ ৪ প্রার্থী শাহজাহান চৌধুরীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন।