ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/১২/২০২৫ ৮:২৭ এএম

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিরল এক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার স্বাক্ষী হয় লক্ষী আসন খ্যাত উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ সংসদীয় আসনের সাধারণ জনগণ।

সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রতিপক্ষের ভূমিকায় ‘দাঁড়িপাল্লা’ নিয়ে অবতীর্ণ হয়েছিলেন তাঁর আপন ছোট ভাই জামায়াতের সাবেক জেলা আমির এডভোকেট শাহজালাল চৌধুরী।

বড়ভাই শাহজাহান চৌধুরী পেয়েছিলেন ৩০ হাজার ৫৯৪ ভোট, আর ব্যালেটে শাহজালাল চৌধুরীর মার্কায় ১৭ হাজার ৬০৭ ভোট পড়েছিলো।

দুই ভাইয়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে তাদের পরাজিত করে বাজিমাত করেন প্রথমবার ভোটে আসা প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলী, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নৌকা প্রতীকে ৪৪ হাজার ৭০৬ ভোট পেয়ে তিনি সেবার জয়ী হয়েছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে আবারো সেই প্রতিদ্বন্দ্বিতার আমেজ বইতে শুরু করেছে উখিয়া-টেকনাফের রাজনৈতিক আবহাওয়ায়।

তবে এবার ব্যালেটে নয়, প্রতিপক্ষকে জনসম্মুখে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে বড় ভাইয়ের বিপক্ষে নতুন করে নিজের আবির্ভাব ঘটিয়েছেন সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে জনসম্মুখে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর হাত উঁচিয়ে ধরে তার প্রতি প্রকাশ্যে সমর্থন প্রদর্শন করেছেন তিনি।

উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যকালে তিনি বলেন, ‘ আমরা সৎ লোকের শাসন চাই, এজন্য নতুন বাংলাদেশে আপনাদের জন্য নতুন নেতৃত্ব নিয়ে হাজির হয়েছি। আমরা আপনাদের সামনে পেশ করছি আমাদের নতুন নেতৃত্ব অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীকে।’

এসময় তিনি মঞ্চে উপস্থিত সমাবেশের প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী জেনারেল মুহাম্মদ শাহজাহানকে ডেকে তুলেন এবং মাঝখানে আনোয়ারীকে রেখে ঘোষণা দেন, ‘ আমরা দুইজন দুইপাশে আছি, আপনারা উখিয়া-টেকনাফে এই তিনজনের উপর আস্থা-বিশ্বাস রাখতে পারেন।’

ইতিমধ্যে এই দৃশ্যপট উখিয়া ও টেকনাফ সহ জেলাজুড়ে আলোচিত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ভিডিও ক্লিপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

যদিও গত বছরের ২ নভেম্বর ভাই শাহজাহান চৌধুরীকে সমর্থন করে উখিয়া কলেজের একটি অনুষ্ঠানে শাহজালাল চৌধুরী বলেছিলেন, ‘ আমি বেশি কোন এক্টিভিটিতে নেই, ইলেকশন করবেন শাহজাহান চৌধুরী এবং এটা পরিস্কার হয়ে যাওয়া উচিত। শাহজাহান চৌধুরীকে এমপি করতে হবে, এমপি হলে মন্ত্রীও হবে।’

এখনো নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, আর ৯৬ এর মত আওয়ামী লীগ নেই ভোটে।

সাধারণ ভোটারেরা বলছেন, আসন্ন ভোটের ব্যালেটে নাম না লেখালেও শাহজালাল চৌধুরী নির্বাচনের মাঠে প্রতিপক্ষ হয়ে ভাইয়ের ‘পরাজয়’ লিখে পুনরায় ১৯৯৬ ফিরিয়ে আনবেন কিনা? যার উত্তর জানতে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুত্র, টিটিএন

পাঠকের মতামত

পেশিশক্তির হুমকিকে ভয় পায় না উখিয়া–টেকনাফের যুব সমাজ—মুহাম্মদ শাহজাহান

উখিয়া–টেকনাফে পরিবর্তনের বার্তা নিয়ে উঠেছে তরুণরা—এমন দাবি রেখেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ...

মাছকারিয়া বিলে বনবিভাগের অভিযান: ৩ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ নষ্ট

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শিকার সরঞ্জাম ধ্বংস করেছে বনবিভাগ। ...

এসএসএফ সুবিধা জিয়া পরিবারের অন্য সদস্যদের নয়, উপদেষ্টার বক্তব্যের উদ্বেগ প্রকাশ শাহজাহান চৌধুরীর

এসএসএফ সুবিধা পাবেন শুধুমাত্র খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের ...