ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ৪:৩৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের পাহাড় কেটে একের পর এক ডাম্প ট্রাক ভর্তি করে মাটি নিয়ে যাওয়ার মহোৎসব চলছে।

উখিয়ার রাজাপালং ইউনিয়ন বড়ই তলী মধুরছড়া বায়তুন-নূর আল-ইসলামীয় মাদরাসার পাশে চলছে এই পাহাড় কাটার কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, রাজাপালং ইউনিয়ন বড়ই তলী মধুরছড়া বায়তুন-নূর আল-ইসলামীয় মাদরাসার পাশের পাহাড় দিনদুপুরে কাটা হচ্ছে। একটি ডাম্প ট্রাকে মাটি ভরার পরে সেটা চলে গেলে, আবার আরেকটি ডাম্প ট্রাক এসে মাটি ভরছে। পরে মাটি ভর্তি ট্রাকগুলো রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের রোড দিয়ে চলে যায়। কেউ তাদের বাধা দিচ্ছে না। সহজেই পাহাড় কেটে ট্রাক ভরে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। তবে কে বা কারা মাটি কাটছে নির্দিষ্টভাবে কারও নাম জানা যায়নি।

মাটি কাটতে আসা রোহিঙ্গা শ্রমিক রহমান মিয়া জানান, তিনি দিনে ৬০০ টাকায় শ্রমিক হিসেবে কাজ করছেন। তবে কার নির্দেশে বনবিভাগের পাহাড়ের মাটি কাটছেন সেটি বলতে পারেননি।

তিনি আরও জানান, চার-পাঁচ দিন ধরে শ্রমিক হিসেবে সেখানে পাহাড়ের মাটি কাটার কাজ করছেন। তবে এই কাজে বনবিভাগসহ কোনো ব্যক্তি তাদের বাধা দেয়নি বলে তিনি জানান।

উখিয়ার বড়ইতলী গ্রামের স্থানীয় হাবিব হোসেন বলেন, কারা পাহাড়ের মাটি কাটছে সেটা আমি বলতে পারবো না। তবে প্রতিদিন পাহাড় থেকে ট্রাকভর্তি মাটি নিয়ে যাওয়া হচ্ছে। তা বিক্রি করছেন।

এ বিষয়ে উখিয়ার রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, পাহাড় কাটার বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিতে লোক পাঠাবেন।

কক্সবাজার দক্ষিণ সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান। জাগোনিউজ

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালু করল আইওএম

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ জরুরি প্রসূতি ও নবজাতক সেবা ...

রোহিঙ্গা সংকট সমাধানে মাঠপর্যায়ে বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক নেতা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার সকালটা ছিল অন্য দিনের চেয়ে ভিন্ন। শরণার্থী শিবিরে প্রতিদিন যেমন ...

রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা জোরদারের আহ্বান, ক্যাম্প পরিদর্শনে বিদেশি নেতারা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বিভিন্ন সংস্থা ও দেশি-বিদেশি রাজনৈতিক দলের নেতারা। মঙ্গলবার (২৬ ...