উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/১২/২০২২ ৯:৫৫ এএম

উখিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২২ পরীক্ষায় ৩৫ জন এ প্লাস কৃতি শিক্ষার্থীদেরকে সম্বর্ধনা দেয়া হয়েছে।

গতকাল রবিবার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার নূর হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমেদ। বিশেষ অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ফারুক আহমদ।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ইদ্রিস মিয়া রফিক উদ্দিন মাহমুদ ও মাওলানা মনসুর ।

অনুষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ এবং সম্মাননা স্বারক প্রদান করা হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাইসা, আজিজা, সিফাত ও রাফসান।

দ্বিতীয়ার্ধে বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণন করে ১ম,২য়ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমেদ ও কমিটির সদস্য সাংবাদিক ফারুক আহমদ । এ সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

নিরাপত্তারক্ষীর কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন বিসিএস ক্যাডার

গল্প-আড্ডায় বিশ্ববিদ্যালয়জীবনটা উপভোগের সুযোগ আবদুল মোত্তালিবের হয়নি। দুপুর গড়ালেই তাঁকে ছুটতে হতো কাজে। অসচ্ছলতার কারণে ...