উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫/১১/২০২২ ৫:১৭ পিএম

স্বাধীনতা সংগ্রামের প্রধান দূর্গ ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এবং বাংলাদেশ ছাত্রলীগের ক্যান্টনমেন্ট খ্যাত শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন উখিয়া উপজেলার স্বনামধন্য আলেমেদ্বীন ও জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল কবির সাহেবের তৃতীয় পুত্র মুহাম্মদ আবদুল ওয়াহেদ (মিনহাজ)৷

গত (১৪ নভেম্বর ২০২২) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়৷

কমিটিতে গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক মনোনীত হওয়ায় তিনি হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷

তিনি আরো বলেন “ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ও স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রণীত “ভিশন-২০৪১” বাস্তবায়নের অগ্রসৈনিক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শের ধারক হতে চাই, শক্তিশালী করতে চাই বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার সোনালী হাতকে৷
বাংলাদেশ ছাত্রলীগের গুরত্বপূর্ণ ইউনিট এবং ছাত্রলীগের ক্যান্টনমেন্ট খ্যাত হলের কমিটিতে স্থান পাওয়ায় আমি গর্ববোধ করছি, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার সোনালি হাতকে শক্তিশালী করতে রাজপথে নিজেকে সর্বদা সদা জাগ্রত রাখবো”

ওয়াহেদের পদ প্রাপ্তিতে এলাকার স্বজন মহলে আনন্দ বিরাজ করছে, সবাই বিভিন্ন মাধ্যমে তার ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন৷

উল্লেখ্য মুহাম্মদ আবদুল ওয়াহেদ (মিনহাজ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের ছাত্র, তার গ্রামের বাড়ি কক্সাবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী গ্রামে৷

পাঠকের মতামত