উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০৩/২০২৫ ১০:৩৯ এএম

এম,এস রানা উখিয়া
গত ৮ মার্চ রাতে উখিয়া সদর দারোগা বাজার দিয়ে বাড়ি যাওয়ার পথে মাছ বাজারের দিকে হঠাৎ নজর পড়ে ঝুড়িতে সারিবদ্ধভাবে রাখা রয়েছে অনেক গুলো নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ। কৌতুহল বশত মাছের দাঁত গুলো দেখার জন্য হাত দিতেই পুর্ব পরিচিত এক মাছ ব্যবসায়ী দৌড়ে এসে বলে ভাই মাছ লাগবে নাকি? এগুলো লাল রুপচাঁদা খেতে খুব স্বাদ দামেও কম আমি তাকে কিছু বুঝতে না দিয়ে সেখান থেকে চলে আসলাম।
সম্প্রতি উখিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে সরকারীভারে নিষিদ্ধ ঘোষিত মাছ পিরানহা। আমাজান নদীর ভয়ংকর রাক্ষুসে মাছ পিরানহা চাষ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও উপজেলার বিভিন্ন স্থানে লাল রূপচাঁদা, হাইব্রিড রুপচাঁদা, পুকুরের চাষের রুপচাঁদা কিংবা অস্ট্রলিয়ার রুপচাঁদা নামে দেদারছে বিক্রি হচ্ছে ভয়ংকর এ মাছ । বর্তমান সময়ে বাজারে রূপচাঁদা মাছের দাম অনেক হওয়ায় একপ্রকার সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এ সুযোগটা কাজে লাগিয়ে রূপচাঁদা মাছের নামে মানুষখেকো পিরানহা খাওয়ানোর ফাঁদ পেতেছে কিছু অসাধু ব্যবসায়ী। এ মাছের বৈশিষ্ট্য হলো দাঁত গুলো দেখতে অনেকটা ছাগলের দাঁতের মতো এবং ধারালো দেখতে তেল তেলে লাল বর্ণের। মাছটি বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন নামে। অসচেতন ও দরিদ্র মানুষ কম দামে পেয়ে নিজেদের অজান্তে ভয়ংকর এ মাছ কিনে খাচ্ছে।
খুজঁ নিয়ে জানা গেছে উপজেলার সদর দারোগা বাজার, কোটবাজার, মরিচ্যা বাজার, কুতুপালং বাজার পালং খালী বাজার, বালুখালী বাজার, সোনারপাড়া বাজার, থাইংখালী বাজার, পাতাবাড়ি বাজার, ভালুকিয়া বাজার সহ বিভিন্ন হাটবাজারে প্রতি দিনই নিষিদ্ধ পিরানহা মাছগুলোকে রূপচাঁদা মাছ বলে বিক্রি করা হলেও স্থানীয় মৎস্য বিভাগের নেই কোন মাথা ব্যাথা। সরকার মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পিরানহা মাছকে নিষিদ্ধ ঘোষনা করলেও সরকারের মৎস্য বিভাগের উদাসীনতা অথবা দায়ীত্বে অবহেলার কারণে অবাধে চলছে পিরানহা মাছের চাষও বিক্রি। জানা যায়. পিরানহা মাছ খুবই রাক্ষুসে মাছ। তাই যেখানে এই মাছের চাষ করা হয় সেখানে অন্য কোন মাছের চাষও করা যায় না। অথচ নিষিদ্ধ হওয়া সত্বেও এক শ্রেনীর মাছ ব্যবসায়ী স্থানীয় মৎস্য বিভাগের কোন প্রকার তদারকী না থাকার সুযোগে বা অনেকটা তাদের ছত্রছায়ায়ই এ সব নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ কে রূপচাঁদা মাছ বলে বিক্রি করে চলেছে প্রতিনিয়ত।

সরকারীভাবে নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছকে কেউ যাতে রূপচাঁদা মাছ বলে বিক্রি করতে না পারে, সে ব্যাপারে জরুরী ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরী। নচেৎ সাধারণ মানুষই শুধু প্রতারিতই হবে না, আক্রান্ত হবে বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে এবং অন্যান্য মাছের চাষও কমে যাবে বলে অভিজ্ঞ মহল ধারনা করেন।

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...