উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তরকুল, পাতাবাড়ি ও নয়াপাড়া গ্রামের মানুষের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বহু প্রত্যাশিত গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই গ্রামের পুরুষ, তরুণ-প্রবীণ সবাই হাতে কোদাল-ফাওড়া নিয়ে নেমে পড়েন রাস্তা খনন কাজে।
বহু বছর ধরে চলাচলের মতো একটি সড়ক না থাকায় এলাকাবাসীর ভোগান্তি ছিল চরম। স্কুল-কলেজে যেতে শিশুদের কষ্ট, অসুস্থ রোগী নিয়ে নেওয়ার মতো পথ নেই, এমনকি কেউ মারা গেলে কবরে নেওয়ার মতো রাস্তা পর্যন্ত ছিল না, অভিযোগ গ্রামবাসীর।
সরকারি কোনো উদ্যোগ না আসায় অবশেষে নিজেরাই এগিয়ে আসেন স্থানীয়রা। কেউ জমি দান করেছেন, কেউ নিজের পানের বরজ ভেঙে, কেউ ফসলি জমি নষ্ট করে জায়গা ছেড়ে দিয়েছেন। তবুও তাদের মুখে ছিল কোনো অভিযোগ নয়,বরং স্বস্তি ও তৃপ্তির ছাপ।
স্থানীয় যুবক শরীফ খান মানবজমিনকে বলেন এ এলাকার মানুষ এতই আন্তরিক ছিল যে হাসিমুখে জমি দান করেছেন। ঘরে যা ছিল কোদাল, দা সব নিয়ে নেমে পড়েছেন কাজে। শুক্রবার জুমার দিনের বরকত ভেবে আজকেই রাস্তা নির্মাণ শুরু করেছি। সবাই মিলে আনন্দ করতে করতে রাস্তা করেছি।
দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নের দাবিতে স্থানীয় মেম্বারের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ রয়েছে গ্রামবাসীর। তাই হতাশা আর অপেক্ষার অবসান ঘটিয়ে গ্রামবাসী নিজেরাই সিদ্ধান্ত নেন এই রাস্তা আমরা নিজেদের জন্য নিজেরাই করবো।
স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের এই অভাবনীয় ঐক্য স্থানীয় সমাজে এক নতুন বার্তা দিয়েছে। গ্রামবাসীর ভাষায় দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।