উখিয়া উপকেন্দ্র (উখিয়া–১, ২৫ এমভিএ)–এর বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উখিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
এ সময় রাজাপালং, উপজেলা কমপ্লেক্স, উখিয়া থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, ৮ ও ১৪ এপিবিএন এলাকা, উখিয়া বাজার, ফলিয়াপাড়া, মালভিটাপাড়া, হাজিরপাড়া, ছয়তারা, কাশিয়ার বিল, ডেলপাড়া, টাইপালং, আদালতপাড়া, জামতলী, জাদিমোরা, বটতলী, খয়রাতিপাড়া, দরগার বিল, দুসরি, কুতুপালং বাজার, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা, কোটবাজার, মনি মার্কেট, তেলিপাড়া, হরিণমারা, তুতুর বিল, সাদরি কাটা, ঝাউতলা, চৌধুরীপাড়া, হিজলিয়া স্টেশন, ধুরুমখালী, রত্নাপালং, চাকবৈঠা, কামারিয়াবিল, ভালুকিয়া, গয়ালমারা, ক্লাসোপাড়া, মৌলভীপাড়া, কুমির প্রজেক্ট, উত্তর ও দক্ষিণ পুকুরিয়া এবং রুহুল্লাহ ডেবার সংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।
কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।