ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ৮:৪৮ এএম
জনতার হাতে আটক ঘাতক পিতা

কক্সবাজারের উখিয়ায় কানিজ ফাতেমা জ্যোতি নামের চার বছরের কন্যাশিশুকে হত্যা করেছেন পাষণ্ড বাবা। পরে ঘাতককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মনখালী এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন বলেন, আমান উল্লাহ একজন মাদকাসক্ত। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। এর জের ধরে কানিজ ফাতেমা জ্যোতিকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেন। হত্যার পর তার মরদেহ পাশের নদীতে ফেলে দেন পাষণ্ড বাবা।

তিনি আরও বলেন, ঘটনাটি জানাজানি হলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ঘাতক আমান উল্লাহ। স্থানীয়রা ঘরে ঢুকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে গ্রামের মানুষ নদীতে নেমে তল্লাশি করে শিশুর মরদেহ উদ্ধার করে।

আরিফ বলেন, মেয়েকে খুনের কথা স্বীকার করেছেন ঘাতক আমান উল্লাহ। খুনের সময় মাদকসেবন করছিলেন। নিহত শিশুর মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর রাত ১টার দিকে থানায় নেওয়া হয়।

পাঠকের মতামত

পটিয়া থেকে প্রত্যাহার হওয়া সেই ওসিকে টেকনাফে পদায়ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় প্রত্যাহার হওয়া পটিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ...