কক্সবাজারের উখিয়া উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৮৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৯ হাজার ০৪৩ জন এবং মহিলা ভোটার ৮৩ হাজার ৮৩৯ জন। এছাড়াও ২ জন হিজড়া ভোটার রয়েছেন বলে জানা গেছে।
উপজেলায় বর্তমানে জাতীয় নির্বাচনের জন্য ভোটকেন্দ্র রয়েছে ৪৭টি। তবে আরও ৪টি কেন্দ্র যুক্ত হতে পারে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এতে মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়াতে পারে ৫১টি।
এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাচন অফিসার এস. এম. মহীউদ্দীন।