কক্সবাজার–টেকনাফ মহাসড়কের পানেরছড়া ঢালায় পালকি বাস ও সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুর ২টায় পানেরছড়া ঢালায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মো. নাসির উদ্দীন জানান, বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জন আহত হয়েছে এবং ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছে।
নিহত যুবকের নাম মোহাম্মদ রায়হান। সে উখিয়ার কোর্টবাজার এলাকার মৃত মোহাম্মদ তাহের এবং হাজেরা বেগমের সন্তান।
নিহত রায়হানের মা হাজেরা বেগম ছেলের মৃত্যুর খবর শুনে যেন বাকরূদ্ধ। শুধু একটি কথায় তার মুখে আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। হাজেরা বেগমের বুকফাটা কান্নায় যেন স্তম্ভিত হয়ে রয়েছে হাসপাতালের চারপাশ।
নিহত রায়হানের স্বজন আব্দুর রহমান জানান, হঠাৎ করে তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পারেন।
আব্দুর রহমান বলেন, ” রায়হানের বিয়ে হয়েছে মাত্র ২ মাস হলো। বিয়ের এখনো আনুষ্ঠানিকতা হয়নি। তারা স্বামী স্ত্রী দুজনই ছিল সিএনজিতে। রায়হানের স্ত্রী গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
রায়হানের চাচাতো ভাই জানান, আমরা শোনা মাত্রই হাসপাতালে ছুটে এসেছি। এসে দেখি রায়হান আর আমাদের মাঝে নেই। তার স্ত্রী আশংকাজনক অবস্থায় রয়েছে সদর হাসপাতালে রয়েছে