কক্সবাজারের উখিয়ায় পিছিয়ে পড়া নারীদের নিয়ে “রোহিঙ্গা এবং বাংলাদেশে আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা” শীর্ষক লার্নিং অ্যান্ড শেয়ারিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রকল্প কর্মী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুবিধাভোগীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক সাইমা ইয়াসমিন ডিএফএটি-সমর্থিত প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন। ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মুন্নী আক্তার প্রকল্পের অগ্রগতি ও মাঠপর্যায়ের কার্যক্রম উপস্থাপন করেন। গার্লস সাইন এবং এন্টারপ্রেনশিপ উপাদানের অংশগ্রহণকারীরা জানান, প্রকল্পটি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী রোহিঙ্গা ও স্বাগতিক সম্প্রদায়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মানবিক সহায়তায় ব্র্যাকের ভূমিকার প্রশংসা করেন। তিনি দক্ষ নারীদের আড়ং-এর উৎপাদন সহায়তায় যুক্ত করে আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেন। বাল্যবিবাহ, মাদকাসক্তি ও সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার পারিবারিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনে ব্র্যাকের উদ্যোগের প্রশংসা করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান নারীর সেবা ও সহিংসতা প্রতিরোধে বিভিন্ন দিক তুলে ধরেন।
সার্বিকভাবে অনুষ্ঠানটি সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও রোহিঙ্গা ও স্বাগতিক সম্প্রদায়ের মানবিক সহায়তায় প্রকল্পের কার্যকর ভূমিকা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।