উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি ওয়ান শুটার গান (এলজি), ২ রাউন্ড রাইফেলের গুলি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার মেসার্স লিমা সেনেটারী সামনের মাঠে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র ও গুলি পুলিশ উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) প্রবাল সিনহা সঙ্গীয় ফোর্সসহ কিলো-৬ টিম নিয়ে অভিযান পরিচালনা করেন। পরিত্যক্ত অবস্থায় পাওয়া এসব অস্ত্র-গুলি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং কারা এসব অস্ত্র ফেলে রেখে গেছে সে বিষয়ে অনুসন্ধান চলছে।