উখিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
কক্সবাজারের উখিয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পৃথক দুটি স্থানে এ জানাজা অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৩টায় উপজেলার ব্যস্ততম কোটবাজার স্টেশনে দ্বিতীয় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
নামাজ শেষে প্রয়াত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল বলেন, শরীফ ওসমান বিন হাদি ছিলেন একজন সাহসী ও আদর্শবান সংগঠক। সমাজ ও দেশের জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ওসমান হাদির মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। তিনি রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করেছেন। তার মতো মানুষ দেশে খুবই প্রয়োজন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।
এদিকে পৃথক স্থানে জানাজা আয়োজনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, গায়েবানা জানাজাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং শান্তিপূর্ণভাবে জানাজা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুর খবরে উখিয়ায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল থেকে তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়।