উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত প্রায় ১২০০ স্থানীয় শিক্ষক কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন। সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে দেশি-বিদেশি এনজিও কর্মীদের ক্যাম্পে প্রবেশও বন্ধ রয়েছে।
শিক্ষকরা অভিযোগ করছেন, প্রশাসনের আশ্বাস সত্ত্বেও কোনো সমাধান হয়নি। আন্দোলনের কারণে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে; পায়ে হেঁটে যাত্রীরা গন্তব্যে পৌঁছাচ্ছেন তীব্র গরমে দুর্ভোগের মধ্যে।
উখিয়ার রাজনৈতিক নেতাদের সমাধান প্রতিশ্রুতিতে প্রশ্ন তোলেন জিনিয়া শারমিন রিয়া:
"উখিয়ার মানুষ যখন রাজপথে দাঁড়িয়েছিল নিজের অস্তিত্বের দাবিতে, তখন নেতারা বলেছিলেন পাশে থাকবেন। কিন্তু আজও কোনো সমাধান নেই, শুধু নীরবতা। প্রতিশ্রুতি কি মিথ্যে ছিল?"
চাকরিচ্যুত শিক্ষকরা চাকরিতে পূর্ণ বহালের দাবীতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যদিও রোহিঙ্গা শিক্ষকরা এখনও দায়িত্বে বহাল আছেন।