এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ২০/০৫/২০২৫ ৯:১৩ এএম , আপডেট: ২০/০৫/২০২৫ ১:০৯ পিএম

উখিয়ায় ‘প্রত্যাশা সমিতি’ নামক একটি ভুয়া সংস্থার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। গ্রামে গ্রামে ঘুরে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রত্যাশা সমিতির লোকজন প্রতিশ্রুতি দিয়েছিলো যে, ১০ হাজার ৫শ টাকা জমা দিলে ১ লাখ টাকা ঋণ এবং ২০ হাজার ৫শ টাকা জমা দিলে ২ লাখ টাকা ঋণ দেওয়া হবে। এই আশ্বাসে প্রলুব্ধ হয়ে অনেকেই সমিতির হাতে টাকা তুলে দেন।

ভুক্তভোগীরা জানান, সোমবার(১২ মে) সকালে টাকা জমা নেওয়ার পর বিকেলে সালাউদ্দিন মেম্বারের বাড়িতে অফিসে যেতে বলা হয় তাদের। কিন্তু বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, অফিসে কেউ নেই, সমিতির কেউ উপস্থিত হয়নি। পরে বুঝা যায়, তারা টাকা নিয়ে পালিয়েছে।

ভুক্তভোগীদের দাবি, এ প্রতারণায় অন্তত কয়েকশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত প্রতারকদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।

স্থানীয়দের অনেকে জানান, সমিতির কর্মকাণ্ড ঘিরে আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে তারা বিশ্বাস অর্জন করে।

পাঠকের মতামত

কক্সবাজারে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ...

সেই ৫৩ জন সশস্ত্র রোহিঙ্গার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা

কক্সবাজার-টেকনাফের নাফনদী সংলগ্ন সীমান্ত পয়েন্ট থেকে আটক মিয়ানমার রাখাইন রাজ্য দু’পক্ষের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে ...

আরাকান আর্মি বাড়াবাড়ি করছে, সরকারকে সমুচিত জবাব দিতে হবে

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির কারণে উখিয়া-টেকনাফ সীমান্তের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন ...