কক্সবাজারের উখিয়ায় অনগ্রসর এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিকে সেবা প্রাপ্তি বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্টের আওতায় জালিয়া পালং ইউনিয়নের ইমামের ডেইল কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসরিন জেবিন। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্টের উপজেলা কোর্ডিনেটর ছোটন বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাজেদুর ইমরান শাওন, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডাঃ তৃনা সাহা, আইওএম এর মেডিকেল অফিসার ডাক্তার সানি ও উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ।
উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসরিন জেবিন বলেন, সকলকে অনুরোধ করব যাতে এলাকার জনগণ কমিউনিটি ক্লিনিকে নিয়মিত এসে এবং সেবা নেয়, সেই বিষয়ে সচেতন করা। স্বাস্থ্য সেবা গ্রহণে কোন সমস্যা হলে অবশ্যই আমাদের জানাবেন। পাশাপাশি আমি এনজিও প্রতিনিধিদেরকেও অনুরোধ করব তারাও যাতে তাদের সংস্থার পক্ষ থেকে সহায়তা করে।
সভার শুরুতে চাইল্ড সেফটি নেট প্রজেক্ট কর্তৃক পরিচালিত সিটিজেন ভয়েস এন্ড একশন (সিবিএ) গ্রুপের সদস্যগণ কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা গ্রহনে কী কী ধরনের সমস্যা রয়েছে সেইগুলি পোষ্টার পেপার প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপনা করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন , কমিউনিটি ক্লিনিক গ্রামীণ দোরগোড়ায় স্বাস্থ্য সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাইল্ড সেফটিন নেট প্রজেক্টের মাইকেল মন্ডল, জয়শ্রাী, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, মিডওয়াইফ, নার্স, কমিউনিটি হেলথ প্রমোটর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।