ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১১/২০২৪ ৮:০৫ এএম , আপডেট: ১৮/১১/২০২৪ ৮:১৪ এএম
রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৫ অতিথি পাখি উদ্ধার, পরে অবমুক্ত

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২৮টি সাদা বক, ময়না ও পানকৌড়িসহ ৩৫টি পাখি উদ্ধার করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ ও থাইংখালী বনবিটের সদস্যরা। পরে তা উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাজারে এই অভিযান চালায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। বিকেল ৫টার দিকে পাখিগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে অবমুক্ত করা হয়।

উখিয়া উপজেলার থাইংখালী বনবিট কর্মকর্তা বিকাশ দাশ সাংবাদিকদের জানান, রোহিঙ্গা ক্যাম্পের কিছু দুষ্কৃতকারী সংঘবদ্ধ হয়ে স্থানীয় পাহাড় ও জলাভূমিতে ফাঁদ বসিয়ে পাখি ধরে বাজারে বিক্রির খবর পান তারা। পরে রোহিঙ্গা ক্যাম্পের বালুখালী বাজার এলাকায় অভিযান করা হয়। অভিযানের খবর পেয়ে খাঁচা ভর্তি পাখি রেখে অপরাধীরা পালিয়ে যায়। সেখান থেকে বিভিন্ন জাতের ৩৫টি পাখি উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা পাখিগুলো উখিয়া রেঞ্জের সহযোগিতায় বনকর্মীরা উপজেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন মুক্ত আকাশে পাখিগুলো অবমুক্ত করেন।

উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, শীত মৌসুমের শুরুতে অতিথি পাখিরা বাংলাদেশে আসতে শুরু করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতকারীরা ফাঁদ বসিয়ে পাখি নিধন কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়ছেন।

তিনি জানান, অতিথি পাখি নিধন কাজে জড়িতদের আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান চালানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন সাংবাদিকদের বলেন, অতিথি পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যারা প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

সিন্ডিকেটের কব্জায় কক্সবাজার সৈকত, চলছে দখলযজ্ঞের মহোৎসব

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার—যা একদিকে প্রকৃতির অমূল্য দান, অন্যদিকে কোটি দেশি-বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। ...

বিতর্কিত মন্তব্যে আলোচিত মুফতি আমীর হামজা কক্সবাজারে: সতর্ক করলো জামায়াত

 বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা’কে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ...