বিশ্ব স্কাউট আয়োজিত বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্কাউট ইভেন্ট এবং ১৭২টিরও বেশি দেশের ২০ লক্ষেরও বেশি স্কাউট সদস্যদের অংশগ্রহণে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৩ পর্যন্ত ০৩ দিনব্যাপী অনলাইন প্লাটফর্মে স্কাউটদের মিলন মেলা ৬৬তম জোটা (জাম্বুরী অন দ্যা এয়ার) ও ২৭তম জোটি (জাম্বুরী অন দ্যা ইন্টারনেট) বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্ট'স এর ব্যাপস্থাপনায় সারা দেশের ন্যায় উখিয়া উপজেলার উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে ২০অক্টোবর শুক্রবার সকালে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী আয়োজিত এই জোট-জোটি ক্যাম্পে উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন ইউনিটের ৬০ জন স্কাউট, রোভার ও গার্লইন রোভার সফলতার সাথে অংশগ্রহণ করেছে।
বিশ্ব স্কাউটের তিনদিন ব্যাপী ৬৭তম জোটা ও ২৭তম জোটি তে উাখয়া তথা সারা দেশের বিভিন্ন ইউনিটের রোভার স্কাউট ও স্কাউটারবৃন্দ ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে অনলাইন প্লাটফর্ম সমূহের মাধ্যমে বিভিন্ন দেশের স্কাউটদের সাথে যোগাযোগ করে তথ্য আদান প্রাদান সহ শিক্ষা মূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করবে।
২০অক্টোবর থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী এই জোটি ও জোটি'র বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে এবং কোড সংগ্রহ করে স্কাউট সদস্যরা বিশ্ব স্কাউট প্রদত্ত সার্টিফিকেট অর্জন করবে। উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনের পাশাপাশি জেলায় বিভিন্ন ইউনিট পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জোটা ও জোটি ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।
ডায়নামিক প্রোগ্রামে একটি ইন্টারেক্টিভ থ্রী-ডি ক্যাম্পসাইটের মাধ্যমে ওয়েবিনার, গ্লোবাল ক্যাম্পফায়ার, ট্যালেন্ট শো, লাইভ শো, মজার চ্যালেঞ্জ এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন ধরনের অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম রয়েছে। এবারের জোটা-জোটির লক্ষ্য হল যোগাযোগ প্রযুক্তি, বৈশ্বিক নাগরিকত্বের মূল্যবোধ এবং একটি উন্নত বিশ্ব তৈরিতে তরুণদের ভূমিকা সম্পর্কে জানতে সব বয়সের তরুণদের সমর্থন করা।