প্রকাশিত: ৩১/০৩/২০১৭ ১০:৫৬ পিএম

কামাল শিশির , ঈদগড়::
কক্সবাজার রামুর ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতের কবলে পড়েছে পুলিশ । প্রাপ্ত তথ্যে মতে , ৩১র্মাচ সকালে সরকারী কাজে আলিক্ষং পুলিশ ক্যাম্পের কনস্টেবল মনছুর আলম   সিএনজি যোগে ঈদগড় থেকে   ঈদগাঁও যাওয়ার পথে সড়কের হিমছড়ী ঢালায় পৌঁছলে ৪/৫জনের সস্বস্ত্র ডাকাতদল অতর্র্কিত হামলা করে লুঠপাট চালায় । এমতাবস্তায় গাড়ীতে থাকা অন্য যাত্রিরা অস্ত্রের ভয়ে চুপ থাকলেও তাৎক্ষণিক ডাকাতদলের কাছ থেকে একটি অস্ত্র কেড়ে নেয় সিবিল পোশাকে গাড়ীতে থাকা পুলিশ সদস্য মনছুর । এ সময় ডাকাতদলের সাথে তার ব্যাপক মারামারী হয় । অন্য যাত্রীরা ভয়ে পালিয়ে যাই । এমনকি কয়েকজন ডাকাত সদস্যও পালিয়ে যাই । দীর্ঘ সময় ধরে ডাকাতদের সাথে যুদ্ধ করে ডাকাতদের থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রটি নিয়ে পালিয়ে আসার সময় অন্য ডাকাতরাও আবার এসে পুলিশ সদস্য মনছুরকে পুরো শরীরে ব্যাপকভাবে মারধর করে গুরুতর আহত করে অস্ত্রটি নিয়ে ডাকাতরা পালিয়ে যায় । খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাকে নিয়ে এসে ঈদগড় বাজারস্থ ডাক্তার সাজ্জাদের নিকট প্রাথমিক চিকিৎসা দেন । পরে উন্নত চিকিৎসার জন্য সরকারী হাসপাতালে নিয়ে যায় । গুরতর আহত পুলিশ সদস্য মনছুর আলম জানান, সে  বাংলাদেশ বেতার পুলিশ । সকালে কক্সবাজার বেতারে যাওয়ার কালে ৮টা ৪০মিনিটের সময় উক্ত স্থানে ডাকাতের কবলে পড়ে । ডাকাতরা তাকে ব্যাপক মারধর করে একটি মোবাইল সহ তাদের থেকে কেড়ে নেওয়া অস্ত্রটি নিয়ে পালিয়ে যায় । সে আরো জানান, অন্য যাত্রীরা সহযোগিতা করলে ডাকাত গুলো আটক করা যেত । পাশাপাশি ঈদগাঁও পুলিশ ক্যাম্পের আনসার গুলো ডাকাতি শেষের দিকে আসলেও তারাও তেমন কোন সহযোগিতা করেনি । উল্লেখ্য, উক্ত সড়কে প্রায় সময়  ডাকাতি ,অপহরণ সংগঠিত হয় এবং ইতোপুর্বে ডাকাতের গুলিতে পানেরছড়া ঢালায় ঈদগড় ক্যাম্পে কর্মরত পুলিশ নায়েক সুষময় চাকমা মারা যান । এলাকাবাসী উক্ত সড়কে নিয়মিত বিজিবি’র টহল রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান ।

পাঠকের মতামত

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...

জনগণ সচেতন হলে মব-চাঁদাবাজি বন্ধ হবে: কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স ...