প্রকাশিত: ১৭/০৭/২০১৬ ৯:০৯ পিএম

newsসেলিম উদ্দিন, ঈদগাঁও ::
কক্সবাজার সদরের ঈদগাঁও সিকদার পাড়া থেকে দুই অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় তৈরি এলজি ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এএসপি মোঃ শরাফত ইসলাম জানান-গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুলাই রবিবার ভোর রাতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। কিন্তু র‌্যাব সদস্যদের কৌশলের কাছে ধরা পড়ে যায় তারা। আটককৃতরা হলো-ঈদগাঁও সিকদার পাড়ার মনসুর আলমের পুত্র জুনায়েদ হোসেন জিকু (২৫) ও একই এলাকার মৃত আলমের পুত্র মোঃ আব্দুল্লাহ কায়েস (৩০)। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়,আসামীরা নানা অপরাধের সাথে জড়িত এবং অস্ত্র ক্রয়-বিক্রয় করে থাকে। আসামীদের রবিবার দুপুরে সদর মডেল থানায় সৌপর্দ করা হয়েছে। এদিকে আটক দুইজনের বিরুদ্ধে আস্ত্র আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় রবিবার তাদের আদালতে পাঠানো হয়। পরিবারের পক্ষে তাদের জামিন চাওয়া হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

পাঠকের মতামত