প্রকাশিত: ২৩/০৩/২০১৭ ১১:০৪ পিএম , আপডেট: ২৩/০৩/২০১৭ ১১:০৫ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর::

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ঈদগাঁও বাসস্টেশনে সী-লাইন সার্ভিসের ধাক্কায় ৪ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সে বর্ণিত ইউনিয়নের ভুতিয়া পাড়া এলাকার সেলিম উদ্দীন প্রকাশ শিমুলের স্ত্রী শাহেনা আক্তার বলে জানা গেছে। ২৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে দরগাহ গেইটের সামনে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত শাহেনা আক্তার রাস্তার এক পাশে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। ঐসময় বেপরোয়া গতিতে আসা সী-লাইন সার্ভিস যার নং কক্সবাজার চ ১১-০০৩৬ তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথে মৃত্যু হয়। স্থানীয় এমইউপি কামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খায়রুজ্জামান জনগণের সহায়তায় গাড়িটি জব্দ করেছেন বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান ঘাতক সী-লাইন চালক মাদক দ্রব্য সেবন করে বেপরোয়া গতিতে গাড়িটি চালিয়ে আসছিল। যার কারণে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। তারা উক্ত ঘাতক চালকের বিচার দাবী করেন।

পাঠকের মতামত

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...

জনগণ সচেতন হলে মব-চাঁদাবাজি বন্ধ হবে: কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স ...

আজ ১২ ঘন্টার সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ...