মোঃ রেজাউল করিম, ঈদগাঁও::
চৌফলদন্ডী থেকে ৬ লিটার বাংলা মদসহ আটক হয়েছে রাখাইন নারী। অন্যদিকে ঈদগাঁও থেকে আটক হয়েছে সাজাপ্রাপ্ত আসামী। ১৩ মে পৃথক সময়ে এ ঘটনা দুটি ঘটে। চৌফলদন্ডী থেকে স্থানীয় মহিলা মেম্বার কর্তৃক এক রাখাইন নারী মদ বিক্রেতাকে পুলিশে সোপর্দ করা হয়। ধৃত মেছাউ রাখাইন (৩০) ইউনিয়নের দক্ষিণ পাড়ার জেছিমো রাখাইনের স্ত্রী। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে সে জানায়, খুরুশকুলে অনুষ্ঠিতব্য এক মেলা উপলক্ষ্যে তার বাড়ীতে উক্ত চোলাই মদ তৈরি করা হচ্ছিল। স্থানীয়রা জানায়, সে পেশাদার মদ ব্যবসায়ী। তার বাড়ীতে প্রতিনিয়ত বহিরাগত মদ্যপদের আড্ডা জমে। অন্যদিকে ঈদগাঁও ভাদিতলা থেকে পুলিশ মাদক আইনে দায়েরকৃত মামলায় দু’বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল হক প্রকাশ নুম মিয়াকে আটক করে। শনিবার রাতে তাকে দরগাহ পাড়া থেকে আটক করা হয়। আটক ব্যক্তি উক্ত এলাকার মৃত ছুরত আলমের পুত্র। তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামান তাকে আটকের সত্যতা নিশ্চিত করেন।