প্রকাশিত: ২৭/১১/২০১৬ ৭:২০ এএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::

কক্সবাজার সদরের ঈদগাঁওতে এক কাঠুরিয়ার লাশ উদ্ধার হয়েছে। ২৬ নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে বনের ঠুইট্টা ঝিরি নামক স্থান থেকে এ লাশ উদ্ধার হয়।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়া গ্রামের মৃত ছৈয়দ আলীর ছেলে আবদু শুক্কুর (৩৫) গত বুধবার লাকড়ি সংগ্রহে বনে যায়। সেদিন থেকে আর বাসায় ফিরেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুজির পরও কোন সন্ধান পায়নি। শনিবার সকালে আবদু শুক্কুর, রেহানা, ফরমুজা নামের ৩ কাঠুরিয়া উক্ত বনে কাঠ সংগ্রহে গেলে এক ব্যক্তির লাশ চোখে পড়ে। এ সংবাদ লোকজনকে জানালে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছে লাশটি আবদু শুক্কুরের বলে সনাক্ত করে। ইউপি সদস্য মমতাজ আহমদ ও বজলুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। লোকজনের ধারণা, কাঠ সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমণে আবদু শুক্কুরের মৃত্যু হতে পারে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। একই দিন বিকালে নিহতের লাশ দাফন সম্পন্ন করেছে স্বজনরা।

পাঠকের মতামত

চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রামু যুবদল নেতার এলোপাতাড়ি গুলি

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত ...

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, কক্সবাজারে র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি ...