প্রকাশিত: ১৫/০৭/২০১৮ ৭:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪২ এএম
ফাইল ছবি

নিউজ ডেস্ক::

পবিত্র হজে যেতে শাহীন হোসেন (৪০) নামের এক ‘ইয়াবা ব্যবসায়ী’কে জামিন দিয়েছেন আদালত। গত ১১ জুলাই ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মাদ নুরুল আমিন বিপ্লব এই জামিন মঞ্জুর করেন। রাজধানীর যাত্রাবাড়ী থানার দেড় হাজার পিস ইয়াবা উদ্ধারের একটি মামলায় চার মাস ৬ দিন হাজতে ছিলেন শাহীন। আদালতে তার আইনজীবীরা দাবি করেন, রাতে রাস্তা থেকে আটকে ৫ লাখ টাকা না পেয়ে টেলিকম ব্যবসায়ী শাহীনকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে মামলা দিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার ২২(৩)১৮ নম্বর মামলার তথ্য অনুযায়ী, বাড্ডার সাতারকুল উত্তর বাড্ডার হাজী হাছির উদ্দিন মাস্টারের ছেলে শাহীনের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই মামলার অন্য আসামি মো. শওকত আলীর (৩৫) কাছ থেকে পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গত ৫ মার্চ রাতে যাত্রাবাড়ী থানার ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে ডিবি পুলিশের ডেমরা জোনাল টিম শাহীন ও শাওকতকে গ্রেপ্তার করে। ওই সময় রফিক নামে তাদের আরেক সঙ্গী পালিয়ে যায়। পরে ডেমরা জেনাল টিম ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) এরশাদ হোসেন একটি মামলা করেন। মামলায় বলা হয়, গ্রেপ্তাররা পলাতক আসামি রফিকের সহায়তায় কক্সবাজার থেকে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে।

গত ৩০ এপ্রিল ডিবি পুলিশের ডেমরা জোনাল টিমের এসআই বিধানচন্দ্র মজুমদার আদালতে চার্জশিট দাখিল করেন। পলাতক রফিকের পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় তার নাম চার্জশিট থেকে অব্যাহতি চাওয়া হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়ার পর শাহীন প্রথমে সিএমএম আদালতে জামিন চায়। আদালত তা নামঞ্জুর করেন। এর পর মহানগর দায়রা জজ আদালতেও গত ৯ মে তার জামিন আবেদন নামঞ্জুর হয়। চার্জশিট দেওয়ার পর গত ১ জুলাই মামলাটি মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস বিচারের জন্য চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করেন। যেখানে প্রথম শুনানির জন্য আগামী ২৯ জুলাই তারিখ ধার্য করা হয়।

গত ৮ জুলাই মামলার নথি চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে যাওয়ার পর ১০ জুলাই আসামি শাহীনের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। এতে বলা হয়, আসামি উত্তর বাড্ডার একটি টেলিকমের মালিক। গত ৩ মার্চ দোকান থেকে বের হলে ডিবি পুলিশ তাকে আটকে ৫ লাখ টাকা চায়। তিনি তা না দেওয়ায় এই মামলা দেওয়া হয়। আসামি তার মাকে নিয়ে হজে যাওয়ার জন্য ২০১৭ সালে নিবন্ধন করেন। আগামী ১৭ জুলাই তাদের হজ ফ্লাইট নির্ধারণ হয়ে আছে। তাই হজে গমনের সুযোগ দিতে জামিন হওয়া প্রয়োজন। ১১ জুলাই শুনানি শেষে আদালত হজ পালনের সুযোগ দেওয়ার জন্য আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে জামায়াত: “বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে জুলাই জাগরণ নেমে আসবে”

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত রোড ম্যাপের ...

কক্সবাজারে নেতাদের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন: এনসিপি

নেতাদের কক্সবাজারে অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ...

পদযাত্রায় টায়ার্ড, জাস্ট একটু কক্সবাজার ঘুরতে আসছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন ...

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চকরিয়ায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক ...