উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে
উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে। আজই ...
নিউজ ডেস্ক:
পয়লা বৈশাখে ইলিশ মাছ খাওয়া এবং ধরা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলন শেষে উঠে সাংবাদিকরা যাওয়ার সময় প্রধানমন্ত্রী কথা ‘কথা আছে’ ‘কথা আছে’বলে তাদের থামান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে বলেন, ‘পয়লা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা ইলিশ খাবেন না, ইলিশ ধরবেন না।’
পাশাপাশি প্রধানমন্ত্রী দেশবাসীকে পয়লা বৈশাখে খিচুড়ি, সবজি, মরিচ ভাজা, ডিম ভাজা ও বেগুন ভাজা খাওয়ার পরামর্শ দেন ।
পাঠকের মতামত