উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ৬:৪৯ পিএম , আপডেট: ০৫/০৬/২০২৪ ৬:৫৪ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. তৈয়বুল ইসলাম নামের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনের) এক নায়েককে আটক করেছে কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা।

বুধবার(৫ জুন) দুপুরে ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া কাউন্টারের পাশের তেলের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন সংস্থাটির কক্সবাজারের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল।

সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিল ধৃত তৈয়বুল ইসলাম, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিএনসি।

এর আগে আরেকটি অভিযানে আরো দুই মাদক কারবারিকে আটক করার বিষয়টি নিশ্চিত করলেও তাদের বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন মোঃ সিরাজুল মোস্তফা মুকুল।

ধৃত মোঃ তৈয়বুল ইসলাম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এপিবিএনে কর্মরত ছিলেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...