সোমবার, ৪ আগস্ট ২০২৫
ইনানিতে হারানো শিশুকে উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ
প্রকাশিত - ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ৫:৩৪ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার ইনানি সমুদ্র সৈকতে আরো এক পর্যটকের হারিয়ে যাওয়া শিশু কন্যাকে উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ ও বিচকর্মী।
ইনানি সৈকতের পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বরত টুরিস্ট পুলিশের এ এস আই নিউটন জানান, ২৬ ফেব্রুয়ারি রবিবার দুপুরবেলা ইনানি সৈকতে
কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ইটনা সদর পুকুরবাড়ি গ্রামে হতে পলাশ দেব নামের এক পর্যটক স্ব-পরিবারে ইনানি সৈকতে ভ্রমণে আসেন।
তারা সৈকতে ভ্রমণের সময় ৩:৫০ টার দিকে নিখোঁজ শিশু কন্যার পিতা পলাশ দেব তার শিশু কন্যা স্পর্ম দেবের নিখোঁজের বিষয়টি পুলিশ বুথে জানালে আমরা টুরিস্ট পুলিশ সহ বিচ কর্মী বেলাল উদ্দিনকে সাথে নিয়ে ঘন্টাব্যাপি প্রচেষ্টা চালিয়ে তার কন্যা স্পর্ম দেব (২) নামের শিশু কন্যাটি উদ্ধার করতে সক্ষম হয়।পরে শিশুটিকে তার পিতা-মাতার কাছে পৌঁছে দিয়েছি।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.