উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৯/২০২২ ৯:৪৬ এএম

ইউক্রেনে গুরুত্বপূর্ণ এলাকা হাতছাড়া হওয়ার পর রুশ সেনাবাহিনীর দক্ষতার সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ।

তিনি শনিবার ১১ মিনিটের একটি ভয়েজ মেসেজে স্বীকার করে নেন যে অভিযানটি পরিকল্পনা অনুযায়ী চলছে না।

চেচনিয়ায় ক্রেমলিন-নিযুক্ত নেতা কাদিরভ বলেন, ‘যদি আজ বা আগামীকাল বিশেষ সামরিক অভিযানে পরিবতন না হয়, তবে আমি দেশের নেতৃত্বের কাছে বাস্তব অবস্থা সম্পর্কে ব্যাখ্যা চাইতে বাধ্য হবো।’

টেলিগ্রাম বার্তায় কাদিরভ বলেন, ‘আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো স্ট্র্যাটেজিস্ট নই। তবে এটা পরিষ্কার যে অনেক ভুল হয়ে গেছে। আমি মনে করি, তারা কয়েকটি উপসংহার টানবে।’

তিনি বলেন, ‘আমাদের লোকজন সেখানে গেছে। যোদ্ধারা এ ধরনের পরিস্থিতির জন্য বিশেষভাবে প্রস্তুত। ১০ হাজারের বেশি যোদ্ধা তাদের সাথে যোগ দিতে প্রস্তুত। আমরা নিকটতম ভবিষ্যতে ওডেসায় পৌঁছাব।’

ইউক্রেনে পাল্টা হামলার মুখে রুশ সেনাবাহিনীর পিছু হটার প্রেক্ষাপটে কাদিরভ এই সমালোচনা করলেন। রুশ বাহিনী উত্তর-পূর্ব ইউক্রেনে তার প্রধান অবস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে।

এই ঘটনার পর রুশ জাতীয়তাবাদীরা ইউক্রেন যুদ্ধে চূড়ান্ত বিজয় নিশ্চিত করার জন্য দ্রুত পরিবর্তন ঘটানোর জন্য রোববার ক্রুদ্ধভাবে পুতিনের প্রতি আহ্বান জানান।

গত মার্চের পর ইজুয়ামের পতন ছিল রুশ সামরিক বাহিনীর সবচেয়ে করুণ পরাজয়। এই পরাজয়ের ব্যাপারে মস্কো প্রায় নীরব রয়েছে। তবে যুদ্ধপন্থী বিশ্লেষক ও রুশ জাতীয়তাবাদীরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।

সূত্র : আলজাজিরা

পাঠকের মতামত