প্রকাশিত: ১৭/১০/২০২১ ৯:৫১ এএম

আসন্ন আসিয়ান সম্মেলন থেকে মিয়ানমারের জান্তা প্রধানের নাম বাদ দেয়া হয়েছে। দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের ৩৮ ও ৩৯তম শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং দেশটির প্রতিনিধিত্ব করতে পারবেন না।

গ্রুপটি শনিবার বলেছে, দেশটিতে রক্তাক্ত সংঘাত বন্ধে সামরিক সরকারের ব্যর্থতায় উদ্বেগ জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে শুক্রবার গভীর রাতে সিদ্ধান্ত নেয়া হয় যে, ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে জান্তা প্রধান মিন অং হ্লাইংকে আমন্ত্রণ জানানো হবে না।

এক বিবৃতিতে শনিবার আসিয়ানের বর্তমান চেয়ারম্যান ব্রুনেইয়ের পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান ইউসুফ এ কথা জানান।

তবে জান্তা প্রধানের পরিবর্তে একজন আমলা জোটের শীর্ষ বৈঠকে মিয়ানমারের প্রতিনিধিত্ব করবেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...