প্রকাশিত: ১৪/১০/২০১৬ ৭:৪২ এএম

al_ayekin2_teknaf_pic_27611_1476372960বিশ্ব ডেস্ক::মিয়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছে ‘আল অ্যাকিন’ নামে রোহিঙ্গা বিদ্রোহীদের একটি সংগঠন। ভিডিওতে নিজেদের ভাষায় ‘আরাকান রক্ষায়’ রোহিঙ্গাদের ঝাপিয়ে পড়ার আহ্বান জানায় তারা।

বিজিপি ক্যাম্পে হামলার পর কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির কয়েকটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়ে। প্রথম ভিডিও বার্তায় সংগঠনের নেতা আরাকানে সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে দাবি করে রোহিঙ্গাদের ঘরে বসে না থেকে তাদের সঙ্গে যোগ দেয়ার আহবান জানায়।

এ সময় একটি পাহাড়ি এলাকায় অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ১৫-২০ জনের একটি তরুণ রোহিঙ্গা দলকে তার পেছনে দেখা যায়। আরও দুইটি ভিডিও বার্তায় নিজেদের ভাষায় ‘আরাকান রক্ষার’ ডাক দেয় তারা।

সর্বশেষ ভিডিও বার্তায় তারা নিজেদের আল অ্যাকিন নামে একটি সংগঠনের সদস্য দাবি করে। ভিডিওতে নেতার নেতৃত্বে প্রায় ৩ শতাধিক রোহিঙ্গা যুবককে অজানা পথে এগিয়ে যেতে দেখা যায়। নেতার প্রধান সহযোগী হিসেবে মুফতি জিয়াউর রহমান নামে একজনের উল্লেখ করা হলেও প্রধান নেতার নাম প্রকাশ করেনি তারা।

একটি সূত্র জানায়, আরাকানের স্বশস্ত্র দলটির নেতৃত্বে রয়েছে হামজা নামে এক ব্যক্তি। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। পরে সেখান থেকে আরও কয়েকজন সহযোগীসহ মাস ছয়েক আগে আরাকানে প্রবেশ করেন। এছাড়া মৌলভী আবুল কালাম নামে তাদের শীর্ষ পর্যায়ের এক নেতা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন বলে সূত্র জানায়।

সূত্র আরও জানায়, কিছুদিন আগে আল অ্যাকিন সংগঠনটি আরাকানে আত্মপ্রকাশ করে।

৯ অক্টোবর আরাকান রাজ্যের মংডু এলাকায় কাউয়ারবিল টেনেসুট, নাগফুরা ও কোডেংগাওসহ ৩টি বিজিপি ক্যাম্পে একযোগে হামলার ঘটনায় ঘটে।

এ সময় হত্যা করা হয় ৯ বিজিপি সদস্যকে। লুট করা হয় অস্ত্র ও গোলাবারুদ।

এরপর থেকে আরাকান রাজ্যের বিভিন্ন এলাকায় সেনা সদস্যদের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ চলে আসছে।

সূত্রঃ যুগান্তর

পাঠকের মতামত

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...