রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-র প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজারের একটি আদালত। ২০২০ সালের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চার খুনের মামলায় এই রিমান্ড দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ এ আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলায় আতাউল্লাহ জুনুনি এজাহারভুক্ত আসামি। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
এর আগে, সকালেই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আতাউল্লাহকে আদালত চত্বরে আনা হয়। শুনানি শেষে তাঁকে আবার কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে উপযুক্ত সময়ে তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানান গোলাম জিলানী।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আতাউল্লাহ জুনুনি এজাহারভুক্ত আসামি। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
এর আগে চলতি বছরের ১৮ মার্চ রাতে র্যাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ শহরের নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে আতাউল্লাহসহ আরসার ছয় সদস্যকে গ্রেপ্তার করে।