ঢাকা: আপিল বিভাগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদেরকে একথা জানান কাদের।
ওবায়দুল কাদের বলেন, শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচারে সরকার তৎপর রয়েছে। পলাতক আসামিদের ফিরিয়ে এনে বিচারের চেষ্টা চলছে।
জামায়াত নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, আপিল বিভাগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াত নিষিদ্ধের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিতে পারবে না।