প্রকাশিত: ১৫/১০/২০১৯ ১০:০৩ এএম

আপকি কি জানেন আপনার নামের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে। যদি না জেনে থাকেন তাহলে এখনই জেনে নিন। মোবাইলফোন ব্যবহারকারীর একটি এনআইডির বিপরীতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিমের সংখ্যা ঘরে বসেই জানা যাবে। জানতে হলে মোবাইলফোন থেকে নির্দিষ্ট একটি কোড ডায়াল করতে হবে। তবে এজন্য আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষ চারটি সংখ্যা জানা থাকতে হবে। কোনো চার্জ কাটবে না।

আসুন, জেনে নেয়া যাক কীভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে-

প্রথমে আপনার মোবাইলের কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লিখতে বলবে। আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাপুন। কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে। সেখানে আপনার নামে প্রি-পেইড ও পোস্ট-পেইড কোন কোম্পানির কতগুলো সিম আছে সব দেখাবে।

ওহ/হওএস

পাঠকের মতামত

কক্সবাজারে রহস্যময় আলো

যদি প্রশ্নটি এইভাবে করা হয় কক্সবাজার কোথায় কোনদিকে নিশ্চয় আপনার আছে তার সহজ উত্তর। কক্সবাজারে ...

বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহে সামিট গ্রুপ ও মুহাম্মদ আজিজ খানের গুরুত্বপূর্ণ অবদান

বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎ ও জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের মধ্যে অন্যতম মুহাম্মদ আজিজ খান, ...