শাহেদ মিজান::
কক্সবাজারে শুরু হয়েছে চারদিন ব্যাপী বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের আঞ্চলিক সহযোগী সংস্থার ৩৯ তম জাতীয় প্রতিনিধি সম্মেলন। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ও আঞ্চলিক সহযোগী চুক্তি সংস্থার (আরসিএ) যৌথ উদ্যোগে কক্সবাজারের ইনানীর রয়েল টিউলিপ সী পার্ল রিসোর্টে সোমবার সকাল ৯টায় এই সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাঈয়ুম চৌধুরী এবং টিসি এশিয়া ও প্যাসিফিক পরিচালক নাজাত মোক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার মো. মনজুরুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. নাঈয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের জন্য জাতির জনক বঙ্গবন্ধুর অসামান্য অবাদন রয়েছে। বাংলাদেশের আনবিক শক্তি কমিশনকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী অবদান রয়েছে ড. ওয়াজেদ আলীর।
তিনি আরো বলেন, বাংলাদেশ ১৯৭৪ সালে আঞ্চলিক সহযোগী চুক্তি সংস্থার (আরসিএ) সদস্য হয়। সেই থেকে সংস্থাটির সদস্য বাংলাদেশ পরমানু শক্তি কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে আঞ্চলিক সহযোগী চুক্তি সংস্থাটির কার্যক্রম বাংলাদেশে অত্যন্ত গুরুত্ববান এবং খুবই কার্যকর রয়েছে। পারমানবিক বিজ্ঞানের উদার সহযোগ, মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা যোগ্যতা বৃদ্ধি করে যাচ্ছে। এমনকিট সামাজিক ও অর্থনীতির ক্ষেত্রেও অবদান রাখছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে আমরা চেষ্টা করবো।
প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘পারমানবিক শক্তি কমিশনের আঞ্চলিক সংগঠন ‘আঞ্চলিক সহযোগী চুক্তি সংস্থার (আরসিএ) মাধ্যমে পারমানবিক শক্তি কমিশনের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এই সংস্থাটির দায়িত্বশীল সদস্য হিসেবে অনেক বছর কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে।’
আয়োজক কর্তৃপক্ষ জানান, সম্মেলনে ১৯ টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, মায়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইনস, কোরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, চীনা, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া। জাপান, পালাও ও সিঙ্গাপুর অংশ নেননি। চারদিনের এই সম্মেলনে ১৩ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।