নবসৃষ্ট কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী (ইউএনও) কে অবমুক্ত করে প্রজ্ঞাপনের আদেশ বাতিল করে পুনরায় বহাল দিয়েছে জনপ্রশাসন।
অবমুক্ত আদেশ এর মাত্র ১দিন পর আজ ২৬ শে ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-২ শাখা হতে সিনিয়র সহকারী সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০২.১৭-৫৬০ নং স্মারকের এক প্রজ্ঞাপনে পুনরায় এ আদেশ দেওয়া হয়।
আদেশ সুত্রে জানা যায়,অবমুক্ত আদেশটি বাতিল করে পুনরায় বর্তমান কর্মস্থল কর্ণফুলী উপজেলার ইউএনও হিসাবে পুনর্বহাল থাকবেন তিনি।
আদেশের বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী আদেশের সত্যতা স্বীকার করেন।