এ.এম হোবাইব সজীব,মহেশখালী:
আজ রবিবার মহেশখালী উপজেলার মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৃহৎ দুইটি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর একটার দিকে ঢাকা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সরাসরি প্রধানমন্ত্রী মাতারবাড়ী অধিকগ্রহণকৃত জমির মালিকদের সাথে কথা বলবেন। এ সময় জাপানী প্রধানমন্ত্রীর প্রতিনিধিসহ কোল পাওয়ার জেনারেশন লিমিটেডে’র কর্মকর্তা, বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন। ওই কনফারেন্সের মাধ্যমে পুরো প্রকল্প দেখবেন তিনি। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন, উপজেলা এবং মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ।
এদিকে গতকাল শনিবার বিকেল ৪ টার সময় মাতারবাড়ী প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের স্থান পরির্দশন করেন এবং কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাজের খোঁজ খবর নেন বিদ্যুৎ অতিরিক্ত সচিব মাহবুব আলম। এ সময় স্থানিয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আবুল কালাম, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ, পৌর মেয়র মকছুদ মিয়া, জেলা পরিষদ সদস্য মাষ্টার রুহুল আমিন, কোল পাওয়ার জেনারেশন লিমিটেডে’র এমডি আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার রুহুল আমিন, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মো: উল্লাহ, ইউনিয়ন আ.লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন, মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুর রহমান, যুগ্ম আহবায়ক শেখ কামাল ও সেলিম উল্লাহ সেলিম, উপজেলা কৃষকলীগের সম্পাদক আবুছালেহ, কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রাশেদ চৌধুরীসহ উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে অধিগ্রহনকৃত জমির মালিকরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন। প্রধানমন্ত্রী নিশ্চিয় তাঁদের বুকভরা কথার বুলি শোনাবেন আজ। সবার দৃষ্টি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে।
মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আবুল কালাম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সময় জেলার সংসদ সদস্য ছাড়াও প্রশাসনের কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ক্ষতিগ্রস্ত ও পেশার পরিবর্তন হওয়া লোকজন উপস্থিত থাকবেন।