ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৪/২০২৩ ৯:৫৫ এএম

ঢাকা নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে র‌্যাব, বিজিবি, নৌ, বিমান ও সেনাবাহিনী।

মার্কেটের দুই ও তিনতলায় আগুনের সঙ্গে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। আগুনের তাপে একের পর এক এসি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য এখন কোনো ব্যবসায়ীকে মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছেন না ফায়ার সার্ভিসকর্মীরা।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে একে একে র‌্যাব, বিজিবি, নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্য এসে আগুন নেভানোর কাজে যোগ দেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে, অর্থাৎ ভোর ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সর্বশেষ সকাল ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছেন।

গত ৩ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ওই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ভয়াবহ আগুনের ঘটনা ঘটল। বঙ্গবাজারের আগুনে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

পাঠকের মতামত