শুক্রবার ১ মে স্যাম্পল টেস্টে করোনা ভাইরাস জীবাণু সনাক্ত হওয়া টেকনাফের করোনা রোগী টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনোকলোজী বিভাগের একজন মহিলা চিকিৎসক। এনিয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনি সহ ২ জন মহিলা চিকিৎসক করোনা ভাইরাস জীবাণুতে আক্রান্ত হলেন। গত ২৭ এপ্রিল অপর একজন মহিলা চিকিৎসক প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন।
নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তিনি গত ২৭ এপ্রিল তাঁর স্যাম্পল টেস্টের জন্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠান। পরে তিনি একটু অসুস্থ বোধ করায় ২৯ এপ্রিল উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ছুটি নিয়ে চট্টগ্রাম চলে যান। বিশ্বস্ত সুত্র জানিয়েছে, তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার জেন্য চট্টগ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।