প্রকাশিত: ২৪/১১/২০২১ ৯:২৮ এএম


কক্সবাজারের টেকনাফ হ্নীলা এলাকা থেকে দেশীয় রাইফেল, গোলাবারুদ ও মাদক ক্রিস্টাল মেথ এবং ইয়াবাসহ এক জনকে আটক করেছে ১৫ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটক মো. আলমগীর (২২) টেকনাফের হ্নীলা ইউপির লেচুয়াপ্রাং এলাকার জামাল হোসেনের ছেলে।

মো. আবু সালাম চৌধুরী জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে র‍্যাব-১৫ এর একটি দল এবং টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ লেচুয়াপ্রাং গ্রামের জামাল হোসেনের বসতঘরে অভিযান পরিচালনা করে মো. আলমগীরকে আটক করে। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

পরে বসতঘর তল্লাশি করে ২টি দেশীয় রাইফেল, ১৩ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড খালি খোসা, ৪টি ধারালো অস্ত্র, ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ/ আইস ও ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, পলাতক আসামিদের সহযোগীতায় তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র দ্বারা অপরাধমূলক কর্মকাণ্ডসহ মাদক ব্যবসা করে আসছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

চকরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুই পক্ষের হট্টগোল

কক্সবাজারের পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। পরিস্থিতি সামাল ...