প্রকাশিত: ২৮/১২/২০১৮ ৫:১৬ পিএম , আপডেট: ২৮/১২/২০১৮ ৫:২৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
নির্বাচনের আগমুহূর্তে অস্ট্রেলিয়াতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী রোহিঙ্গারা ভুয়া ভিসা নিয়ে বাংলাদেশে সফর করার চেষ্টা করছে। গত দুই সপ্তাহে ভুয়া ভিসা নিয়ে আসা ২০ জন রোহিঙ্গাকে হযরত শাহজালাল বিমানবন্দরে আটক করেছে পুলিশ। এর মধ্যে চারজনকে এরই মধ্যে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হয়েছে। তারা সবাই মেশিন রিডেবল ভিসার পরিবর্তে ভুয়া স্ট্যাম্প ভিসা নিয়ে ঢাকা সফরে এসেছিল।
অস্ট্রেলিয়ার মিডিয়া হাউজ ‘এসবিএস’ এ বিষয়ে এক প্রতিবেদনে বলেছে, রোহিঙ্গারা দালালকে ১৫০ ডলার দেয় তাদের ভিসা করিয়ে দেওয়ার জন্য। ঢাকায় আসার পরে তারা বুঝতে পারে তারা ঠকেছে, তাদের ভিসা ভুয়া।
ওই প্রতিবেদনে বলা হয়, পশ্চিম সিডনি এবং অ্যাডিলেডে একটি চক্র এই দুষ্কর্মের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
ওই রোহিঙ্গাদের কাছে অস্ট্রেলিয়ান কনভেনশন ট্র্যাভেল ডকুমেন্ট আছে যা তাদের পরিচয়পত্র হিসেবে বিবেচনা করা হয়। এই ডকুমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় শরণার্থীদের জন্য ইস্যু করে থাকে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ সুফিয়ুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিষয়টি জানি।’ তিনি বলেন, ‘এয়ারপোর্টে রোহিঙ্গারা ধরা পড়ার পরে আমাদের সঙ্গে চার-পাঁচজন রোহিঙ্গা যোগাযোগ করেছিল যারা ওই ভুয়া স্ট্যাম্প ভিসা নিয়ে ঢাকায় যেতে চেয়েছিল। আমরা ভুয়া ভিসা বাতিল করে তাদের মেশিন রিডেবল ভিসা দিয়েছি।’
রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকায় বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত রিপোর্ট এবং নিশ্চিত সিদ্ধান্ত পাওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।’
সুফিয়ুর রহমান বলেন, ‘আমরা গত ফেব্রুয়ারি থেকে স্ট্যাম্প ভিসা পদ্ধতি বাতিল করে মেশিন রিডেবল ভিসা চালু করেছি।’

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...