পেকুয়া উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর বহিষ্কার আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ৷
বৃহস্পতিবার পেকুয়ায় নির্বাচনী পথসভায় এ ঘোষণা দেন তিনি।
এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, শাফায়েত আজিজ রাজুর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ গ্রহণ করায় দল থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। কিন্তু আমরাতো তাকে মন থেকে বহিষ্কার করিনি। আজ থেকে সবাই ভেদাভেদ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবে।
শাফায়েত আজিজ রাজু বিএনপির মনোনয়নে পেকুয়া উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান। দ্বিতীয় বারেও তিনি পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন৷ তৃতীয় বারে সারাদেশ বিএনপি নির্বাচনে অংশা না নেওয়ায় তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন বর্জন করেন৷ কিন্তু চতুর্থ বারে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ গ্রহণ করে জয়ী হন৷