
নুরুল আমিন হেলালী::
কক্সবাজার সদরের ঈদগাঁওতে অবৈধ বালু উত্তোলন কারীদের বালু মহালের যাঁতাকলে পড়ে প্রাণ গেল নুরুচ্ছফা (২৬) নামের এক অসহায় শ্রমিকের । ৮ মার্চ বুধবার বেলা ১২টার দিকে বর্ণিত ইউনিয়নের কালির ছড়ার পাহাড়ী খালের রমিজ কাইন্দা নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহত শ্রমিক ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া উত্তর শিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে। সরেজমিনে জানা যায়, উক্ত পাহাড়ী খাল থেকে দীর্ঘ দিন ধরে ড্রেজার মেশিনের সাহায্যে বলি উত্তোলন করে আসছিল । অপরিকল্পিত বালি উত্তোলনের কারণে খালের পাশের পাহাড়ের নীচে গভীরতা বেড়ে যাওয়ায় হঠাৎ পাহাড় ধ্বসে পড়লে নীচে থাকা নুরুচ্ছফা মাটি চাপা পড়ে । এ সংবাদ তার সহযোগী শ্রমিকরা জানালে শতশত এলাকাবাসী তাকে উদ্ধারের চেষ্টা শুরু করে । দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টার পর তাকে মৃত উদ্ধার করে জনতা । পরে কক্সবাজার দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌছে । এদিকে ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঈদগাঁও পুলিশের পরিদর্শক খায়রুজ্জামান ও এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান তদারকি করেন এবং লাশের সুরতহাল তৈরী করে লাশ আত্মীয় স্বজনদের বুঝিয়ে দেন বলে নিশ্চিত করেন উক্ত কর্মকর্তাদ্বয় । রিপোর্ট লিখা পর্যন্ত প্রশাসনিক কাজ সম্পন্ন না হওয়ায় লাশ দাফন করা যায়নি বলে জানান স্বজনরা। এদিকে এলাকাবাসীর অভিযোগ, বন এলাকা থেকে মাসের পর মাস অবৈধ পন্থায় বালি উত্তোলন অব্যাহত থাকলেও স্থানীয় বনবিট ও মেহের ঘোনা রেঞ্জ রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেয়নি । যার কারণে নুরুচ্ছফার মত অসহায় শ্রমিককে অকালে মৃত্যুর শিকার হতে হয় । এর জন্য সচেতন মহল স্থানীয় বন বিভাগের অব্যাহত দূর্ণীতিকে দায়ী করছে ।
পাঠকের মতামত